১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

ভারতকে ২১৭ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতীয় যুবাদের ২১৭ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয় যুবারা। শনিবার মাউন্ট মানগানুইয়ে প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭.২ ওভারে ২১৬ রানে অল আউট হয়ে যায় জেসন সাঙ্ঘার দল। এর রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ ওভারে ১২ রান।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। তবে দলীয় ৩২ রানের মাথায় ওপেনার ম্যাক্স ব্রায়ান্টকে হারায় তারা। ইশান পোরেলের বলে আউট হওয়ার আগে ১২ বলে ১৪ রান করেন তিনি। ম্যাচের দশম ওভারের শেষ বলে পোরেলের শিকার হন অন্য ওপেনার জ্যাক এডওয়ার্ডসও। ২৯ বলে ২৮ রান করেছেন এডওয়ার্ডস, দলীয় সংগ্রহ তখন ৫২। কমলেশ নাগরকটির বলে ব্যক্তিগত ১৩ রানে অধিনায়ক জেসন আউট হয়ে মাঠ ছাড়লে কিছুটা বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। তাদের স্কোরলাইন তখন ৩ উইকেটে ৫৯ রান। এরপর অবশ্য পরাম উপল ও নাথান ম্যাকসুইনির সাথে যথাক্রমে ৭৫ ও ৪৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে একটি বড় রানের দিকে নিয়ে যান জনাথন মেরলো। তবে ব্যক্তিগত ৪৩ রানে উপল ও ব্যক্তিগত ২৩ রানে ম্যাকসুইনি ফিরে গেলে আবার বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। এরপর দলীয় ২১২ রানের মাথায় মেরলো আউট হলে আর বেশি দূর এগুতে পারেনি তারা। আর মাত্র ৪ রান যুক্ত করতেই বাকি ৪ উইকেট হারিয়ে ২১৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। মেরলোর ৭৬ রানের ইনিংসটি ছিল ৬টি চারে সাজানো। ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন পোরেল, শিভা সিং ও নাগরকটি।

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া : ২১৬ (৪৭.২ ওভার) (এডওয়ার্ডস ২৮, মেরলো ৭৬, উপল ৩৪, ম্যাকসুইনি ২৩; পোরলে ২/৩০, শিভা ২/৩৬, নাগরকটি ২/৪২)।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ১১:০৮ পূর্বাহ্ণ