২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৩২

১০ বছর বয়সে প্রথম প্রেমে পড়েছিলাম : প্রিয়তি

বিনোদন ডেস্ক:

মাকসুদা আক্তার প্রিয়তি। বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল, অভিনেত্রী ও সাবেক মিস আয়ারল্যান্ড। সম্প্রতি এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে জীবনে ঘটে যাওয়া প্রথম অনেক উল্লেখযোগ্য ঘটনা নিয়ে কথা বলেছেন প্রিয়তি।

প্রথম স্কুল : নাজনীন উচ্চ বিদ্যালয়। ফার্মগেটের রাজারবাগে স্কুলটি অবস্থিত।

প্রথম শিক্ষক : বাবা। আমার হাতেখড়ি বাবার কাছে হয়েছিল। পড়াশোনায় আমি অনেক ভালো ছিলাম। আমাকে ক্লাস ওয়ানে নয়, একেবারে থ্রিতে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন বাবা। স্কুলের হেডমাস্টার যখন জানতে পারেন মাত্র তিন বছর বয়সে ক্লাস থ্রিতে আমাকে ভর্তি করানো হয়েছে, তখন তিনি আমাকে স্কুল থেকে বের করে দেন। হেডমাস্টার ভেবেছিলেন, এত কম বয়সে ক্লাস থ্রিতে কীভাবে আমি পড়ব? কিন্তু আমার ওয়ানের বই একদম মুখস্থ ছিল। যাহোক পরে ‘মোর্নিং গ্লোরি’ নামে এক নার্সারিতে ভর্তি হয়েছিলাম।

প্রথম অভিনীত চলচ্চিত্র : ‘আইরিশ দ্য ওয়ান্ডারল্যান্ড’, ছবিটি পরিচালনা করেছেন কিরন ডেভিস।

প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা : অভিনয় করতে গিয়ে একদম নার্ভাস ছিলাম না। পরিচালক কিরণ ডেভিসের সঙ্গে আমার বোঝাপড়া ভালো ছিল। আমি তাঁকে আগে থেকেই চিনতাম। তিনি আমাকে সব সময় বলেন, ‘ক্যামেরা লাভস ইউ।’ আমি ছবি করার আগে অনেক মডেলিং করেছি। তাই অভিনয় করতে কষ্ট হয়নি।

প্রথম বিজ্ঞাপন : বাংলাদেশের বিস্কুটের একটা কোম্পানির মডেল হয়েছিলাম। তখন আমি অনেক ছোট ছিলাম। সম্ভবত সাত বছর বয়স ছিল।

প্রথম পারিশ্রমিক : আমার প্রথম পারিশ্রমিক ছিল ১০০ ইউরো মানে ১০ হাজার টাকা। পার ডে ১০০ ইউরো পেতাম। আয়ারল্যান্ডের একটি মাইক্রোসফট কোম্পানিতে কাজ করে এই পারিশ্রমিক আমি পেতাম। মনে আছে, প্রথম উপার্জন করে মায়ের জন্য দেশে টাকা পাঠিয়েছিলাম।

প্রথম প্রেম : ১০ বছর বয়সে প্রথম প্রেমে পড়েছিলাম। আমাদের পাড়ায় তাঁর বাসা ছিল।

প্রথম পড়া বই : বইয়ের নাম মনে নেই এখন। তবে লেখকের নাম মনে আছে। একটা হুমায়ূন আহমেদের লেখা বই ছিল। অন্যটি, সমরেশ মজুমদারের লেখা বই। বই দুটো আমার বয়ফ্রেন্ড উপহার দিয়েছিলেন।

প্রথম শাড়ি পরা : শাড়ি আমার অনেক প্রিয়। খুব ছোটবেলায় প্রথম শাড়ি পরা হয়েছিল। বাসায় মায়ের শাড়ি পরে বসে থাকতাম।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ১০:১৩ পূর্বাহ্ণ