বিনোদন প্রতিবেদক :
তরুণ নির্মাতা রফিক শিকদার নির্মাণ করছেন ‘ওপারে চন্দ্রাবতী’ নামে চলচ্চিত্র। এর নাম ভূমিকায় অভিনয় করবেন হালের আলোচিত অভিনেত্রী পরীমনি। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘নতুন বছর প্রথম সিনেমা হিসেবে ওপারে চন্দ্রাবতী-তে চুক্তিবদ্ধ হলাম। সিনেমাটির গল্প আমার ভালো লেগেছে। তা ছাড়া আমি এটির নাম ভূমিকায় অভিনয় করছি।’
এতে পরীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন সাইমন সাদিক। কিছুদিন আগে এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সাইমন সাদিক বলেন, ‘ওপারে চন্দ্রাবতী সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে। গল্পটি দারুণ। গল্প শুনেই আমি কাজটি করতে রাজি হয়ে যাই। এতে আমি কবির চরিত্রে অভিনয় করব। এই প্রথমবার এমন চরিত্রে অভিনয় করছি। আশা করছি, দর্শক নতুন চরিত্রে আমাকে ভালোভাবেই নেবেন।’
চলতি মাস থেকেই সিনেমাটির শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা রফিক। ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজের নাম লেখান রফিক শিকদার। এর পর ‘হৃদয় জুড়ে’ নির্মাণ করছেন তিনি। নির্মাণাধীন এই সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার প্রিয়াঙ্কা সরকার।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

