১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৪৬

রোববার ঢাকা আসছেন সুইস প্রেসিডেন্ট

দৈনিক দেশজনতা ডেস্ক: 

ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। আগামী ৪ ফেব্রুয়ারি চারদিনের সফরে ঢাকায় আসবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সুইস প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অ্যালেই বারসেট। জানা গেছে, বৈঠক শেষে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১৩ মার্চ সুইজারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ৪:৪৫ অপরাহ্ণ