১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৯

চীনে গ্যাস বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের লিউপানশুই নগরীর একটি লোহা ও ইস্পাত কারখানায় বুধবার গ্যাস বিষক্রিয়ায় নয়জন মারা গেছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নয়জনের মৃত্যু ও আরো দুইজন আহত হয়। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। শোউগ্যাং শিইচেং লোহা ও ইস্পাত কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকরা এসময় একটি জেনারেটর বয়লারে কাজ করছিল।দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এএফপি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ৪:৩৭ অপরাহ্ণ