১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

মিথিলার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোমুখি’

বিনোদন ডেস্ক:

রাফিয়াথ রশিদ মিথিলা। একাধারে তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী। করেছেন শিক্ষকতাও, বর্তমানে ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’এর ‘আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’-এর প্রধান হিসেবে কর্মরত আছেন তিনি।

সম্প্রতি প্রথমবারের মতো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন মিথিলা। স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি কলকাতার। পার্থ সেনের নির্দেশনায় চলচ্চিত্রটির নাম ‘মুুখোমুখি’। এই চলচ্চিত্রে তার বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা গৌরব চক্রবর্তী।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, আমি এর আগে অনেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছি।কিন্তু করিনি। ‘মুখোমুখি’তে কাজ করার প্রধান কারণ হচ্ছে এর গল্প আমার কাছে খুব ভালো লেগেছে। পার্থদা একজন গুণী নির্মাতা। ভালো ভালো কাজ করারই ইচ্ছা আমার শুরু থেকে। যে কারণে বিশেষ বিশেষ দিবসগুলোতেই আমি কাজ করি। ‘মুখোমুখি’ একটা ভিন্ন ধরনের কাজ হয়েছে। কাজটি করে আমার খুব ভালো লেগেছে।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ২:৩১ অপরাহ্ণ