১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

সাংবাদিকের ওপর হামলায় আ.লীগ নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

সিলেট আদালতে দুই সাংবাদিকের ওপর হামলায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এ রিমান্ড মঞ্জুর করেন। মহানগর আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, মামলায় তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই হাদিউল ইসলাম তিন দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে একটি হত্যা মামলায় হাজিরা দিতে আসা লিয়াকত আলী ও তার অনুসারীদের  চিত্রধারণ করতে গেলে আদালতপাড়ায় তাদের হামলায় আহত হন যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের আলোকচিত্রী মামুন হাসান। এ সময় তাদের ক্যামেরা ভাঙচুর করে হামলাকারীরা। এ ঘটনার পরদিন আহত নিরানন্দ পাল কোতয়ালী থানায় মামলা করেন। মামলায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে প্রধান করে ২২ জনকে আসামি করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ২:০০ অপরাহ্ণ