২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৩৭

প্রতিশ্রুতি রাখতে পারলেন না শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

পাবলিক পরীক্ষা চলাকালে হলে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তিু তিনি সেই প্রতিশ্রুতি রাখতে পারলেন না। বৃহস্পতিবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর ১৫ মিনিটের মধ্যে টিভি ক্যামেরাসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষামন্ত্রী। সরেজমিনে দেখা যায়, সকালে এসএসসি পরীক্ষা শুরুর অনেক অাগেই কেন্দ্রে অাসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

এরপর পরীক্ষা শুরুর ঠিক ১৫ মিনিট পর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে পরীক্ষার হলে প্রবেশ করেন শিক্ষামন্ত্রী। এসময় তার সাথে হলে প্রবেশ করেন প্রায় ২৫টা টিভি ক্যামেরা, কয়েকজন ফটো সাংবাদিকসহ অারো বেশ কয়েকজন। পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষার্থীর সাথে কথা বলেন মন্ত্রী। জানতে চান পরীক্ষা কেমন হচ্ছে। অনেক পরীক্ষার্থী উঠে দাঁড়িয়ে মন্ত্রীকে সালাম দিয়েছেন। কথা বলেছেন মন্ত্রীর সাথে।

পরীক্ষা কেন্দ্রের এক কক্ষ থেকে আরেক কক্ষে যান মন্ত্রী। নিস্তব্ধ পরীক্ষা কেন্দ্রে তখন নানান রকম শব্দ। নিরাপত্তা কর্মী, সংবাদকর্মীসহ মন্ত্রীর সঙ্গে থাকা কর্মকর্তা কর্মচারীদের পদচারণায় পরীক্ষার্থীদের নাভিশ্বাস অবস্থা। সব মিলিয়ে প্রায় ১৫ মিনিট পরীক্ষার কেন্দ্রে অবস্থান করেন শিক্ষামন্ত্রী।

কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী। প্রশ্নের জবাবে শিক্ষমান্ত্রী বলেন, হলে প্রবেশ করছি প্রশ্ন কেমন হয়েছে এটা জানার জন্য। অার পরীক্ষার্থীদের বক্তব্য শোনার জন্য। সমালোচনার মুখে পাবলিক পরীক্ষা হলে প্রবেশ না করে কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

২০১৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ২৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমন অভিপ্রায় ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী। সভায় মন্ত্রী জানিয়েছিলেন, তিনি দলবল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবেন না, কেন্দ্রের বাইরে থাকবেন, সেখানে সাংবাদিকদের সাথে কথা বলবেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ২:০৫ অপরাহ্ণ