১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

রণবীরের কাছে বেশি পছন্দের কোন দীপিকা

বিনোদন ডেস্ক:

অন স্ক্রিন হোক বা অফ স্ক্রিন, বলিউডের অন্যতম সফল জুটি তাঁরা। ‘গলিও কি রাসলীলা : রামলীলা’ থেকে শুরু, এরপর ‘বাজিরাও মাস্তানি’ এবং সর্বশেষ ‘পদ্মাবত’। তিনটি ছবিতেই জমেছে রণবীর সিং-দীপিকা পাডুকোনের রসায়ন। তাই রণবীরকে জিজ্ঞেস করা হয়েছিল, এই তিন ছবির কোন চরিত্রে সবচেয়ে ভালো লেগেছে দীপিকাকে? মজার ব্যাপার হলো, এই তিনটি ছবির একটি চরিত্রের কথাও বলেননি রণবীর। তাঁর উত্তর চমকেই দিয়েছে সবাইকে।

বলিউড লাইফ ডটকমের বরাত দিয়ে জিনিউজের খবরে প্রকাশ, লীলা, মাস্তানি, পদ্মিনী—কোনোটাই নয়, রণবীরের পছন্দ ‘পিকু’ ছবির দীপিকাকে। সবাইকে অবাক করে দিয়ে এমনটাই জানিয়েছেন রণবীর। পছন্দের পেছনে যুক্তি হিসেবে রণবীর দাঁড় করিয়েছেন পিকু ছবির প্রতি দর্শকদের ভালোবাসার কথা। সুজিত সরকারের পরিচালনায় দীপিকা ছাড়াও ‘পিকু’ ছবিতে আরো অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও ইরফান খান।

এরই মধ্যে রণবীর-দীপিকা ও শহিদ কাপুর অভিনীত ‘পদ্মাবত’-এর আয় ১০০ কোটি ছাড়িয়েছে। ষোলো শতকের সুফি কবি মালিক মাহমুদ জয়সির লেখা বিখ্যাত কবিতা ‘পদ্মাবত’কে কেন্দ্র করে লেখা হয়েছে ছবিটির কাহিনী। ছবিতে রানী পদ্মিনীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাডুকোন। পদ্মিনীর স্বামী ও মেওয়ারের রাজা রতন সিংয়ের ভূমিকায় অভিনয় করছেন শহিদ কাপুর। ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। ছবিটি প্রযোজনা করছে ভায়াকম ১৮।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১:২০ অপরাহ্ণ