১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৩

সমালোচনার মুখে কারিনা কাপুর

বিনোদন ডেস্ক:

ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি বন্ধুর জন্মদিনে পুরুষাঙ্গ আকৃতির কেক নিয়ে হাজির হয়েছিলেন তিনি। সেই কেক কাটা হয়েছে। আর সেই কেক এর ছবি ও ভিডিও গতকাল রাত নাগাদ ভাইরাল হয়ে যায় অনলাইনে। যার ফলে কারিনাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এই পর্যায়ে এসে তার মতো বড় মাপের অভিনেত্রীর কাছে এমনটা আশা করেননি বলেও মত দিয়েছেন নেটিজেনরা।

গতকাল ছিলো অভিনেত্রী অমৃতা আরোরার ৪০-তম জন্মদিন। সেই জন্মদিনে নিজের গ্যাং নিয়ে হাজির হন কারিনা কাপুর।  ভারতের গোয়ায় অনুষ্ঠিত এই আয়োজনে আরও ছলেন কারিশমা কাপুর, মালাইকা আরোরা, সাইফ আলি খানসহ অনেকে। কিন্তু এই পার্টির থিম গোয়ার লোকশিল্প হলেও কারিনা অবাক করা কাণ্ড ঘটানা। একটি পুরুষাঙ্গ আদলের জন্মদিনের কেক নিয়ে আসেন তিনি। কেক দেখে সবার সঙ্গে অবাক অমৃতাও। শুধু কেক এনেই ক্ষান্ত হননি নায়িকা, কেকের উপর বানানো পুরুষাঙ্গটি অমৃতাকে মুখে পুরতে বাধ্য করেন কারিনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জন্মদিনের সেই ভিডিও। বেশিরভাগ মানুষই কারিনার এমন কাণ্ডের সমালোচনা করেন। নিম্ন রুচিসম্পন্ন বলেও অভিহিত করেন এ নায়িকাকে।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১:০৫ অপরাহ্ণ