১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

ছবির মান ও আকার ঠিক করে দেবে টুইটার এআই

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ব্যবহারকারীদের পোস্ট করা ছবির মান ও আকার ঠিক করার প্রযুক্তি চালু করেছে। ছবিটি কেমন হবে, কত বড় হওয়া উচিত, তা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে পোস্ট করার আগেই বলে দেবে টুইটার।

শুধু তা-ই নয়, গুরুত্বপূর্ণ বা সুন্দর অংশগুলোকে প্রাধান্য দিয়ে ছবিগুলোর আশপাশে থাকা অপ্রয়োজনীয় অংশ কেটে প্রদর্শনও করবে। এসব ছবি দেখে পছন্দ হলে সরাসরি টুইটারে পোস্ট করার সুযোগ মিলবে। ব্যবহারকারীদের বিনিময় করা ছবির মান উন্নয়নের জন্যই এ উদ্যোগ।

টুইটারের মেশিন লার্নিং বিভাগের গবেষক জিয়ান ওয়াং ও লুকাস থেস জানিয়েছেন, এ জন্য দীর্ঘদিন ধরেই টুইটারের নিউরাল নেটওয়ার্ককে ছবির উল্লেখযোগ্য কারিগরি দিক এবং ব্যবহারকারীদের আগ্রহ সম্পর্কে শেখানো হয়েছে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই ছবির উল্লেখযোগ্য অংশ ব্যবহারকারীরা দেখতে পারবে। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর টুলটি চালুও করেছে টুইটার। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুযোগ পাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১১:২১ পূর্বাহ্ণ