২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:২৩

ভালোবাসা দিবসে অপূর্ব-মম

বিনোদন ডেস্ক:

ছোটপর্দার এ সময়ের সফল জুটিগুলোর অন্যতম অপূর্ব ও জাকিয়া বারী মম। জনপ্রিয় অনেক নাটকে দেখা গেছে তাদের। এবার ভালোবাসা দিবসে প্রচার হবে তাদের নতুন নাটক। নাটকটির শিরোনাম ‘তোমার জন্য এক পৃথিবী’। রুম্মান রশীদ খানের লেখায় পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল। প্রযোজনায় আছেন কাজী সাইফ।

সম্প্রতি রাজধানীর উত্তরা’সহ বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ন হয়েছে। ‘তোমার জন্য এক পৃথিবী’তে দেখা যাবে— অপূর্ব একজন প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী ও মম তার ভক্ত। ভালোবাসায় জড়িয়ে তারা বিয়ে করেন, ঘরে আসে কন্যা সন্তান। একসময় খ্যাতির মোহে পরিবারকে অবহেলা করতে থাকে অপূর্ব। ফলাফল হিসেবে আসে পারিবারিক সংঘাত।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১০:৫৬ পূর্বাহ্ণ