স্পোর্টস ডেস্ক:
বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির সৌরভ ছড়িয়েছিলেন মুমিনুল হক। দিন শেষ করেছিলেন ১৭৫ রানে অপরাজিত থেকে। বাংলাদেশের সব সমর্থকই আশা করেছিলেন বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে প্রথমবারের মত ২০০ রানের মাইলফলকটি পেরোবেন মুমিনুল। তবে সবাইকে হতাশ করেই দিনের তৃতীয় ওভারে উইকেট হারিয়েছেন তিনি। তাকে সাজঘরে ফিরিয়েছেন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। রিপোর্ট লেখার সময় ৯৩ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৭৮ রান।
দিনের শুরুটা দেখেশুনেই করেছিলেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল ও মাহমুদউল্লাহ রিয়াদ। বল হাতে দিনের শুরুটা করেন বাঁহাতি স্পিনার হেরাথ ও পেসার সুরঙ্গা লাকমাল। প্রথম দিনে শ্রীলঙ্কান বোলারদের সাফল্য বলতে বলা যায় ৮৪ তম ওভারে পরপর দুই বাংলাদেশি ব্যাটসম্যানের উইকেট তুলে নেয়া। তবে দ্বিতীয় দিনে নিজের দ্বিতীয় ওভারেই দলের জন্য আকাঙ্ক্ষিত ব্রেকথ্রু এনে দিয়েছেন হেরাথ। তার বলে শর্ট লেগ অঞ্চলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দেন মুমিনুল। ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১৭৬ রানে সাজঘরে ফিরেছেন তিনি। ১০ রানে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ। তার সঙ্গী নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত।
দৈনিকদেশজনতা/ আই সি