আন্তর্জাতিক ডেস্ক:
জাপানে একটি সমাজসেবা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে। পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় স্যাপ্পোরো শহরে এ ঘটনা ঘটে। জাপানের সরকারি বার্তা সংস্থা এনএইচকে’র বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে। তিন তলা ওই ভবনে ১৬ জন মানুষ ছিল, যাদের বেশিরভাগই বয়স্ক। অর্থনৈতিকভাবে যারা অস্বচ্ছল তাদের সহায়তা করে প্রতিষ্ঠানটি।
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০১০ সালে ওই শহরের একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়।
দৈনিকদেশজনতা/ আই সি