বিনোদন ডেস্ক:
বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে চলেছে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’। চলতি মাসের মাঝামাঝিতে সেন্সরের জন্য জমা পড়ে ছবিটি। মঙ্গলবার প্রদর্শন শেষে মৌখিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দিয়েছে বোর্ড।
এ বিষয়ে সেন্সর বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন জানান, ‘একটি সিনেমার গল্প’ প্রদর্শনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে সেন্সর সনদ হাতে পাবেন প্রযোজক। ‘একটি সিনেমার গল্প’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ঋতুপর্ণা, আরিফিন শুভ, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, ওয়াহিদা মল্লিক জলি, সাবেরী আলম, ববি, জ্যাকি আলমগীরসহ আরও অনেকে। সিনেমাটি নির্মিত হয়েছে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে।
এ ছবির মাধ্যমে প্রায় তিন দশক পর আলমগীর চম্পা জুটিকে চলচ্চিত্রে অভিনয়ে দেখা যাবে। পাশাপাশি প্রথমবার জুটি হলেন শুভ ও ঋতুপর্ণা। সম্প্রতি এ দুই তারকা ‘আহারে’ শিরোনামের কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন। ‘একটি সিনেমার গল্প’-এ প্রথমবারের মতো সুরকার হিসেবে কাজ করেছেন রুনা লায়লা। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। সিনেমাটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়নি। নির্মাতা জানান, সেন্সর ছাড়পত্র পাওয়ার পরপরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কোনো একটি উৎসবে ‘একটি সিনেমার গল্প’ মুক্তি দিতে চান তিনি।
দৈনকদেশজনতা/ আই সি