১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

প্রথমবার একসঙ্গে জাহিদ হাসান ও শখ

বিনোদন ডেস্ক:

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী আনিকা কবির শখ এর আগে অনেক নাটক ও টেলিফিল্মে একসঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন। এবার প্রথমবারের মতো জুটি হলেন নতুন একটি ধারাবাহিক নাটকে। নাম ‘মিস্টার টেনশন’। ধারাবাহিকটির নামভূমিকায় অভিনয় করছেন জাহিদ হাসান। শখ রয়েছেন তার নায়িকা হিসেবে। নাটকটি পরিচালনা করছেন আদিবাসী মিজান। ২৯ জানুয়ারি থেকে পূবাইলে শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং।

এর গল্প প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘নাটকের নামভূমিকায় আমি অভিনয় করছি। মিস্টার টেনশন যেমন সবাইকে টেনশন দেয়, আবার অন্য মানুষের টেনশন নিজের মাথায়ও নেয় সে। এ টেনশনকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে। এতে হাস্যরসের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে। এ ছাড়াও অন্যের সাহায্যে মানুষকে এগিয়ে যাওয়ার মেসেজ দেয়া হয়েছে।’ শখ বলেন, ‘জাহিদ ভাই আমার প্রিয় অভিনেতাদের একজন।

অভিনেতা হিসেবে যেমন বড় মাপের তেমনি মানুষ হিসেবেও। তার সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। এবার প্রথমবার করলাম ধারাবাহিক নাটক। প্রতিটি নাটকের শুটিংয়ে তিনি এত বেশি সহযোগিতা করেন যে, শুটিং করছি এমনটা মনেই হয় না। তাই তার সঙ্গে অভিনয় করতে অন্যরকম ভালো লাগা কাজ করে। এ নাটকের গল্পটি দারুণ। বিনোদনের সব উপকরণ পাওয়া যাবে এতে। আশা করি নাটকটি দর্শকদের কাছে ভালো লাগবে।’ নাটকটি আপাতত ৫২ পর্ব নির্মাণ করা হবে।

মার্চ থেকে নাটকটি প্রচারে আসবে বলে জানিয়েছেন নির্মাতা। এদিকে এরই মধ্যে জাহিদ হাসান শেষ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবারের বিকেল’ ছবিটির শুটিং। এ ছাড়া শিগগিরই তিনি আশীষ রায়ের পরিচালনায় ‘সিঁতারা’ ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে শখ এরই মধ্যে শেষ করেছেন সাগর জাহানের ‘ল্যাম্পপোস্ট’ ধারাবাহিকের শুটিং। এ ছাড়া একই পরিচালকের ‘ডি টুয়েন্টি’ ধারাবাহিকেও কাজ করছেন তিনি।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ১:২৮ অপরাহ্ণ