১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:১৭

আবারো ‘আশিক বানায় আপনে’

নিজস্ব প্রতিবেদক:
বলিউডের আলোচিত সিনেমা আশিক বানায়া আপনে। ২০০৫ সালে ইমরান হাশমি, তনুশ্রী দত্ত ও সোনু সুদ অভিনীত ছবিটি মুক্তি পায়। দর্শকের মাঝে সবচেয়ে বেশি সাড়া ফেলে হিমেশের গাওয়া টাইটেল ট্র্যাক ‘আশিক বানায়া আপনে’।
আবারো আসছে ‘আশিক বানায়া আপনে’ গানটি। ইরোটিক-থ্রিলার হেট স্টোরি-ফোর সিনেমায় জন্য নতুন করে এ গানের একটি সংস্করণ তৈরি হয়েছে। এতে অভিনেত্রী উর্বশী রাওটেলা ও অভিনেতা করণ ওয়াহিকে দেখা যাবে।
নতুন সংস্করণেও গাইবেন হিমেশ। তবে এবার তার সঙ্গে থাকবেন একজন গায়িকা। গানটির সংগীতায়োজন করেছেন তানিস্ক বাগচী। গানটি নিয়ে হিমেশ রেশমিয়া বলেন, নিশ্চিত এটি আবারো জনপ্রিয় হবে। আমার কণ্ঠ খুবই সুন্দর ভাবে ব্যবহার করা হয়েছে এবং নেহা অসাধারণ। সম্প্রতি মুক্তি পেয়েছে হেট স্টোরি-ফোর সিনেমার ট্রেলার। প্রেম, যৌনতা ও প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। আগামী ৯ মার্চ সিনেমাটি মুক্তি পাবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ১২:০৩ অপরাহ্ণ