২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:২০

পঞ্চম হতে পারল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা হয়নি বাংলাদেশের। আশা ছিল, তরুণ ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অন্তত পঞ্চম স্থানটি দখল করতে পারবেন। কিন্তু সেটাও শেষ পর্যন্ত হলো না। পঞ্চম স্থান নির্ধারণীর লড়াইয়ে প্রোটিয়াদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শুরুতে ব্যাট করতে নেমে ৪১.৪ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পেরেছিল বাংলাদেশ। মাত্র ৩৩ রানে ৫ উইকেট হারানোর পর টাইগাররা ঘুরে দাঁড়িয়েছিল আফিফ হোসেন ও শাকিল হোসেনের ব্যাট ভর করে। ষষ্ঠ উইকেটে তাঁরা গড়েছিলেন ৯৬ রানের জুটি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান এসেছে আফিফের ব্যাট থেকে। শাকিল করেছেন ৬১ রান। শেষ পর্যায়ে কাজী অনিকের ১৩ ও টিপু সুলতানের ১৮ রানের ছোট দুটি ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৭৮ রান জমা করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে ৬৩ রান সংগ্রহ করতে দুই উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকার যুব দল। তবে এরপর বাংলাদেশের বোলারদের আর কোনো সুযোগ দেয়নি প্রোটিয়া ব্যাটসম্যানরা। তৃতীয় উইকেটে ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন অধিনায়ক রায়ান ভন টোনডের ও হারমান রোলফেস। ৮২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন টোনডের। রোলফেসের ব্যাট থেকে এসেছে ৪৪ রান।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন কাজী অনিক ও রনি হোসেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ১১:৩৬ পূর্বাহ্ণ