২৬শে জানুয়ারি, ২০২৫ ইং | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৪

হাবিপ্রবিতে এমবিএ’র ভর্তির আবেদন গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমবিএ’র(ইভিনিং)  জানুয়ারি-জুন’১৮ সেমিস্টার ভর্তির সার্কুলার প্রকাশ করা হয়েছে। গত ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া আবেদন গ্রহণ চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার মাধ্যম হবে এমসিকিউ। থাকবে ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান। এমবিএ ইভিনিংয়ে প্রতি সেমিস্টার খরচ ১৭ হাজার ৫০০ টাকা এবং মোট সেমিস্টার ৫টি। গত ১৪ ফেব্রুয়ারি এমবিএ (ইভিনিং) এর সমন্বয়ক প্রফেসর ড. এম জাহাঙ্গীর  কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, সার্কুলার পেতে লগইন করুন www.hstu.ac.bd

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ১১:৩৩ পূর্বাহ্ণ