নিজস্ব প্রতিবেদক:
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা ইতোমধ্যেই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। তাই সিরিজে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ষষ্ঠ ও শেষ ম্যাচটি গুরুত্বহীন। কিন্তু এই ম্যাচটিই বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। সেই সাথে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অনেকাংশেই নিশ্চিত করে ফেলবে টাইগাররা। তাই নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ের ছয় নম্বর ও সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য বাংলাদেশের। এমন লক্ষ্য নিয়ে আগামীকাল ডাবলিনের ক্লোনটার্ফে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট।
ফাইনালহীন ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বে ৩ ম্যাচে অংশ নিয়ে সবকয়টিতে জিতে ১২ পয়েন্ট সংগ্রহে রেখে শিরোপা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ১টি করে জয়, হার ও পরিত্যক্ত ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করে রানার্স-আপ নিশ্চিত করে বাংলাদেশ। আর স্বাগতিক আয়ারল্যান্ড ডাবল-লিগ পদ্ধতিতে ৪টি ম্যাচ অংশ নিয়ে ৩টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিত থেকেই দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শেষ করেছে।
বর্তমানে ৯১ রেটিং নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে রয়েছে টাইগাররা। আগামীকাল নিউজিল্যান্ডকে হারাতে পারলে বাংলাদেশের রেটিং হবে ৯৩। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিংও ৯৩। তবে ভগ্নাংশের হিসাবে শ্রীলঙ্কাকে টপকে ষষ্ঠস্থানে উঠে যাবে বাংলাদেশ। সপ্তমস্থানে নেমে যাবে শ্রীলঙ্কা।
দৈনিক দেশজনতা/এন আর