নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সদরপুর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নুশরাত (৮) ও জিহাদ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নুশরাতের বাবা রিপন খান আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই বোন।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের বটতলা নামক স্থানে ইটবোঝাই ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছুটির পরে স্থানীয় আল ইকরা প্রি ক্যডেট স্কুলের নার্সারির ছাত্রী নুশরাত ও প্লের ছাত্র জিহাদকে নিতে আসে নুশরাতের বাবা রিপন খান। রিপন খান মোটরসাইকেলে করে মেয়ে ও ভাতিজাকে নিয়ে বাড়ি ফেরার পথে বটতলায় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলি তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।
দৈনিক দেশজনতা/এমএম