নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার সাকিব আল হাসান। বর্তামানে আইসিসি খেলোয়াড় র্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডারের জায়গাটি দখল করে আছেন তিনি। সাকিব আল হাসান এখন টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক।
দ্বিতীয় মেয়াদে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর আগামীকালই তার প্রথম ম্যাচ খেলতে নামার কথা ছিল। কিন্তু ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ইনজুরি পাওয়ার পর তিনি এই ম্যাচ থেকে ছিটকে যান। সাকিব না থাকায় এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সম্মেলনে সাকিব আল হাসানকে নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সাকিব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সাকিবকে দলে না পাওয়া দলের জন্য ক্ষতি। তবুও দিন শেষে আপনাকে চ্যালেঞ্জ নিতেই হবে।’
চট্টগ্রামের উইকেট নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘উইকেট নিয়ে বলতে গেলে, চিটাগংয়ে সবসময় একটু স্পিন থাকে। অবশ্যই ব্যাটসম্যান ও বোলারদের দায়িত্ব নিতে হবে। আমাদের বেসিক জিনিস জেনে বল করতে হবে। আগে যদি ব্যাট করি তাহলে অবশ্যই ভালো পার্টনারশিপ গড়তে। ভালো স্কোর দাড় করাতে হবে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটিতে প্রতিদিন খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টা থেকে।
দৈনিক দেশজনতা /এমএইচ