২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:১১

এলভিনে মুগ্ধ হাবিব

বিনোদন ডেস্ক :

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গানের ভক্ত এলভিন মজুমদার। ২০০৮ সালে এক বন্ধুর সঙ্গে প্রিয় গায়কের সঙ্গে দেখা করতে যান হাবিবের ধানমন্ডির বাসায়। কথার ছলে হাবিবকে বলেন, ‘আমিও আপনার মতো গায়ক হতে চাই। আমাকে এজন্য কি করতে হবে?’ হাবিব তখন বলেছিলেন, ‘চেষ্টা ও পরিশ্রম করতে থাকো, একদিন হয়ে যাবে।’
এলভিন নিজেও এখন একজন গায়ক-সুরকার। এলভিনের প্রথম গান ‘মায়া লাগে’ শোনে মুগ্ধ হয়েছেন হাবিব ওয়াহিদ। ১০ বছর পর সম্প্রতি আবারো হাবিবের সঙ্গে দেখা করলেন এলভিন। এ সময় তার গায়কীর অনেক প্রশংসা করেন হাবিব। এ ছাড়াও সংগীত ভুবনে তাকে স্বাগত জানিয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছেন হাবিব। যা গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
গতকাল সোমবার রাতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে এলভিনের প্রথম গান ‘মায়া লাগে’। গানটির কথা লিখেছেন সুদীপ্ত দাশ শুভ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন এলভিন। সংগীতায়োজন করেছেন  এলভিন ও অনিক আহমেদ। ভিডিওটি নির্মাণ করেছেন এলভিনের সহদর ভাই লোটাস মজুমদার। তারও প্রথম কাজ এটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিডিওটির শুটিং করেছেন। এলভিনের সঙ্গে মডেল হয়েছেন সালহা নাদিয়া, আফিয়া এবং তামুর।
এলভিন বলেন, ‘সবকিছু স্বপ্নের মতো লাগছে। ১০ বছর আগে হাবিব ভাইয়ের সঙ্গে দেখা করার পরই গান করার উৎসাহ পেয়েছিলাম। ১০ বছর পর আমার প্রথম গানটি শুনে তিনি অনেক প্রশংসা করেছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। সেভাবেই কাজ করেছি। আমার বিশ্বাস, এই গানটি সবার ভালো লাগবে।’
কুমিল্লার ছেলে এলভিন ইউল্যাবে মিডিয়া স্ট্যাডিস এবং জার্নালিজম বিষয়ে পড়ছেন। ২০১৫-২০১৬ সালে স্কলারশিপ নিয়ে বেঙ্গল পরম্পরা বিদ্যালয়-এ পণ্ডিত উল্লাস কশলকরের কাছে টানা দুই বছর খেয়াল শিখেন। ২০১৬ সালে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব-এ ওস্তাদ রশীদ খান এবং পণ্ডিত ড. এল সুব্রামানিয়ামের সঙ্গে তানপুরায় সঙ্গত করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০১৮ ২:৩০ অপরাহ্ণ