১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭

কিশোরগঞ্জের সাবেক জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে

কিশোরগঞ্জ প্রতিবেদক:
ভূমি অধিগ্রহণ খাতের পাঁচ কোটি টাকা আত্মসাতের দায়ে গ্রেফতারকৃত কিশোরগঞ্জের সাবেক জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত।
আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সেতাফুল ইসলামকে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ. ছালাম খান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মধুসূদন মন্ডল আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।
সেতাফুল ইসলাম কিশোরগঞ্জে জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে জেলার বিভিন্ন এলাকার অধিগ্রহণকৃত জমির মালিকদের নামে বরাদ্দকৃত অর্থ থেকে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার পর গত ১৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) কিশোরগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ওইদিনই সন্ধ্যায় তাকে পিরোজপুর শহর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ার পর গত ৫ ডিসেম্বর তাকে পিরোজপুর জেলায় বদলি করা হয়েছিল। পিরোজপুর জেলা কারাগার থেকে তাকে আজ সোমবার কিশোরগঞ্জ আদালতে আনা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ৪:৪৬ অপরাহ্ণ