স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এ পর্যন্ত অনুষ্ঠিত ১০ আসরে একবারও শিরোপার স্বাদ পায়নি কিংস ইলেভেন পাঞ্জাব। ২০১৪ সালে ফাইনালে উঠেও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে রানার্স আপ হয়েছিল কিংস ইলেভেন। টুর্নামেন্টে এটাই দলটির সেরা সাফল্য। তবে ১১তম আসরে বেশ আটঘাট বেঁধেই নেমেছে বলিউড সুপারস্টার প্রিতি জিনতার দলটি। এবারের নিলামে ভারতীয় দলের বেশ কিছু প্রথম সারির খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। কিনেছে ক্যারিবিয় ব্যাটিং দানব ক্রিস গেইলকেও। তবে নতুন খবর হচ্ছে, এবার নিজের ফ্রাঞ্চাইজির নাম বদলাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আবেদন করেছেন প্রিতি জিনতা।
বিসিসিআই’র এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কিংস ইলেভেন পাঞ্জাব লিগের আসছে মৌসুম থেকে দলের নাম পরিবর্তনের জন্য আবেদন করেছে। যুক্তি হিসেবে প্রিতি জিনতা যুক্তরাষ্ট্রের বিভিন্ন খেলায় ক্লাবের নাম পরিবর্তনের উদাহরণ হাজির করেছেন।
যুক্তরাষ্ট্রে বেসবল ও বাস্কেটবলের বিভিন্ন লিগে ক্লাবগুলোর নাম পরিবর্তনের নজির থাকলেও, ভারতের কোন লিগে এরকম কোন দৃষ্টান্ত নেই। আইপিএল-এর এবারের নিলামে বেশ শক্ত একটি দল গঠন করেছে কিংস ইলেভেন। রবিচন্দ্রন অশ্বিন দলটির নেতৃত্ব দেবেন।
এছাড়া লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, করুন নায়ার, যুবরাজ সিংয়ের মতো শক্তিশালী ভারতীয় খেলোয়াড়ের পাশাপাশি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও অ্যান্ড্রু টাইকেও কিনে নিয়েছে ফ্রাঞ্চাইজটি। নিলামে প্রায় অবহেলিত থাকা ক্রিস গেইলকেও শেষ মুহূর্তে কিনে নিয়েছে কিংস ইলেভেন। ৩৮ বছর বয়সী এ ক্যারিবিয়ান তারকা আইপিএল-এর অন্যতম সফল ব্যাটসম্যান। বড় বড় খেলোয়াড় দলে ভিড়ানোর পর এখন ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তনের চিন্তা প্রিতির। নামে যদি শিরোপার ভাগ্য বদলে আরকি!
দৈনিক দেশজনতা /এমএইচ