১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

নতুন মুদ্রানীতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

দেশের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ০.৫ শতাংশ বাড়িয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। আগামী জুনের মধ্যে এ খাতে ১৬.৮ শতাংশ ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা আগের মুদ্রানীতিতে ছিল ১৬.৩ শতাংশ।

সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এক সংবাদ সম্মেলনে এ নতুন মুদ্রানীতি ঘোষণা করেন।

এসময় বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সংবলিত ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট’ প্রকাশ করা হয়।

বেসরকারি খাতে অস্বাভাবিকভাবে ঋণের প্রবাহ বেড়ে যাওয়া, নির্বাচনের বছরে মূল্যস্ফীতির হার বেড়ে যাওয়া, আমদানির চাপ বেড়ে যাওয়াসহ বেশ কয়েকটি কারণে এ মুদ্রানীতি প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতে অব্যাহতভাবে বাড়ছে ঋণ বিতরণ। বর্তমানে এই খাতে ঋণের প্রবৃদ্ধি ১৯ শতাংশেরও বেশি। যা বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ৪:৫০ অপরাহ্ণ