১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫০

কার্ডিফকে হারিয়ে পঞ্চম রাউন্ডে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা দল কার্ডিফকে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠে ম্যানসিটি। রোববার প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ২-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের দুটি গোলই হয় প্রথমার্ধে। ম্যাচের অষ্টম মিনিটে দারুণ বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইনে। সামনে দেয়াল তৈরি করা খেলোয়াড়রা লাফিয়ে উঠলে তাদের পায়ের নিচ দিয়ে বেলজিয়ামের এই ফরোয়ার্ড নিচু শটে বল জালে পাঠান।

৩৭তম মিনিটে বের্নাদো সিলভার দারুণ ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং। যোগ করা সময়ের শেষ মুহূর্তে স্বাগতিকদের ইংলিশ ডিফেন্ডার জো বেনেট দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। চতুর্থ রাউন্ডে দিনের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারায় ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন চেলসি।

আগের দিন ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে সাতবারের চ্যাম্পিয়ন লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দলকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ১২:০৪ অপরাহ্ণ