১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২২

আমি স্থিতিশীল প্রতিভা: ট্রাম্প

 আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মানসিক ভারসাম্যহীন নন, বরং তিনি স্থিতিশীল প্রতিভা। তিনি উন্নতমানের খাবার খান বলেও জানিয়েছেন। বিট্রিশ গণমাধ্যম আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, আইটিভির পক্ষ থেকে ট্রাম্পকে তার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করা হয় এবং বলা হয়- আপনার কিছু কথাবার্তার কারণে মানসিক ও শারীরিকভাবে আপনাকে অনুপযুক্ত মনে করা হয়, তখন তিনি বলেন, ‘আমি স্থিতিশীল প্রতিভা।’
তার বার্গার ও কোক খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে ট্রাম্প বলেন, ‘আমি খুব ভাল খাবার খাই, বিশ্বের সবচেয়ে ভাল রাঁধুনীর খাবারও রয়েছে, আমি স্বাস্থ্যকর খাবার খাই। এ ছাড়া বিশেষ আয়োজনের খাবারও আছে, আমি মনে করি, আমি সত্যিকার অর্থেই সম্পূর্ণ ভাল খাবার খাই।’
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি প্যারিস জলবায়ু যুক্তিতে থাকার কথা পুনর্বিবেচনা করবেন, কারণ এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি ভাল চুক্তি হবে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ১১:৫৭ পূর্বাহ্ণ