আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে মেয়েদের জন্য প্রথমবারের মতো শুরু হলো বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। শুক্রবার রাজধানী রিয়াদে ইস্টালিয়ান্স ও রিয়াদ এলাইটস টিমের খেলার মধ্য দিয়ে শুরু হয় এই চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নিয়েছে ৮টি দল। সৌদি আরবের ফেডারেশন ফর কমিউনিটি স্পোর্টসের আয়োজনে চলা এই লিগ চলবে মার্চের ১০ তারিখ পর্যন্ত। খবর: আল-আরাবিয়া।
উল্লেখ্য, ম্যাচগুলো দেখার জন্য অনুমতি দেয়া হয়েছে শুধু নারীদের। তাদের জন্য কোনো প্রবেশ ফি ধরা হয়নি। এর আগে জিদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে নারীদের জন্য সরকারিভাবে বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সেটি ছিলো সৌদি আরবের ইতিহাসে এ ধরনের চ্যাম্পিয়নশিপের প্রথম ঘটনা। সেখানেও আটটি দল অংশ নিয়েছিল।
এদিকে দেশটিতে নারীরা বাস্কেটবল খেলার ব্যবস্থাপনা থেকে বঞ্চিত। সৌদি বাস্কেটবল ফেডারেশনে নারী সদস্য নেই। নেই নারী রেফারি ও নারী কোচ। প্রসঙ্গত, সৌদি আরবে গত কয়েক মাস ধরে নারীদের খেলাধুলায় অভূতপূর্ব পরিবর্তন লক্ষণীয় হয়ে উঠেছে। নারীদের স্টেডিয়ামে আসার অনুমতি দেয়া হয়েছে এবং শুরা কাউন্সিলে নারী সদস্যদের পক্ষ থেকে প্রমিলা ফুটবল ক্লাব প্রতিষ্ঠার দাবিও তোলা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি