১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

শ্বশুর বাড়িতে ‘জামাই কাণ্ড’

বিনোদন ডেস্ক :

রহমত আলীর দুই জামাই আরফান ও আ খ ম হাসান। তারা দুজন শ্বশুরবাড়ি বেড়াতে এলেই বেধে যায় ঝগড়া। কখনো মাছের মাথা নিয়ে আবার কখনো অন্য কোনো বিষয় নিয়ে। দুই জামাইয়ের মধ্যে শ্বশুর বাড়িতে এসব বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকতো। এরপরে রহমত আলী ছোট মেয়ের বিয়ে দেন স্পেন প্রবাসী সাজু খাদেমের সঙ্গে। এবার আরফান ও আ খ ম হাসান এক পক্ষ আর অন্য পক্ষ সাজু খাদেম। ঘটনাক্রমে জানা যায় সাজু খাদেম পূর্বে আরো একটা বিয়ে করেন। এ নিয়ে বাড়িতে বেধে যায় লঙ্কাকান্ড।- এমন মজার গল্প নিয়ে নির্মিত হচ্ছে দীপ্ত টিভির কমেডি সিরিয়াল ‘জামাই কাণ্ড’।
‘জামাই কাণ্ড’ ধারাবাহিকটি চিত্রনাট্য ও পরিচালনা করছেন শামীম জামান। ফজলুর সেলিমের গল্পে এ ধারাবাহিকের রচনা করেছেন বরজাহান হোসেন। আজ ২৮ জানুয়ারি পুবাইলে এর দৃশ্যধারণ করা হচ্ছে বলে রাইজিংবিডিকে জানান শামীম জামান।
এ প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘পুবাইলে ‘জামাই কাণ্ড’ ধারাবাহিকের শুটিং করছি। ২৪ পর্বের এ ধারাবাহিকের ১৩ পর্ব ইতিমধ্যেই শুটিং শেষ করা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে দীপ্ত টিভিতে শনিবার থেকে বৃহস্পতিবার প্রচার করা হবে।’ তিনি আরো বলেন, ‘কমেডি ঘরানার এ নাটকটিতে জামাইদের মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগে থাকতে দেখা যাবে। নাটকটি দেখে দর্শক বিনোদিত হবেন বলে আশা করছি।’
শামীম জামান এর আগে ‘তিন তালা তিন চাবি’, ‘হাটখোলা’, ‘আনন্দ গ্রাম’, ‘ঝামেলা আনলিমিটেড’ শিরোনামের চারটি ধারাবাহিক নাটক নির্মাণ করেন। ‘জামাই কাণ্ড’ তার নির্মিত পঞ্চম ধারাবাহিক। এছাড়া শামীম জামান বেশকিছু খন্ড নাটক নির্মাণ করেন। নাটক নির্মাণের পাশাপাশি তিনি দর্শক মহলে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত। তিনি অসংখ্য নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ৯:৪৮ পূর্বাহ্ণ