১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২২

আবাসিক ভবনে বাণিজ্যিক স্থাপনা থাকায় রাজউকের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

আবাসিক ভবনে বাণিজ্যিক স্থাপনা থাকায় রাজধানীর মিরপুর সেকশন ১২-তে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে বাণিজ্যিক স্থাপনাসসহ প্রায় ৩০টি দোকান অপসারণ এবং একটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার রাজউকের নিবার্হী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং অথরাইজড অফিসার মোবারক হোসেনের নেতৃত্বে গঠিত টাক্সফোর্স এ অভিযান পরিচালনা করেন।

এছাড়া অভিযানে একই রাস্তার ৫নং হোল্ডিংয়ে আবাসিক ভবনে অবৈধভাবে পরিচালিত একটি কোচিং সেন্টার উচ্ছেদ করা হয়। ৯নং হোল্ডিংয়ের কার পার্কিংয়ের জায়গায় নকশা বহির্ভূতভাবে নির্মিত দুটি ফ্ল্যাট অপসারণ করা হয়। ১৭নং হোল্ডিংয়ে নির্মাণাধীন সাত তলা ভবনের চার তলা পর্যন্ত বর্ধিত বরান্দা অপসরণ করা হয়। বাকি তিনটি ফ্লোরের বর্ধিত বারান্দা নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেয়া হয়।

একইভাবে ১৮/১৯নং হোল্ডিংয়ে নির্মাণাধীন তিন তলা ভবনের বর্ধিত বরান্দা অপসরণ করা হয়। আবাসিক ভবনের কার পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে পরিচালিত ১৫টি হোল্ডিংয়ের প্রায় ৩০টি দোকান অপসারণ এবং পাঁচটি র‌্যাম্প উচ্ছেদ করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ৬:৩৯ অপরাহ্ণ