শিল্প ও বাণিজ্য ডেস্ক:
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাণিজ্য মেলার প্রথম দিকে প্রচুর শীত ছিল। এ জন্য পর্যাপ্ত ক্রেতা ও দর্শনার্থী আসতে পারেনি বলে ব্যবসায়ীদের দাবি করেছেন। একই সঙ্গে মেলার সময়ও বাড়ানোরও দাবি করেন তারা। এ অবস্থায় মেলার সময় আরও বাড়ানো হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মেধা পুরস্কার অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, চারদিন সময় বাড়ানোর জন্য অতিরিক্ত যে খরচ হবে তা ব্যবসায়ীরা বহন করবেন বলে জানিয়েছেন। এতে ব্যবসায়ীদের লাভ হলো, ক্রেতা ও দর্শনার্থীদেরও লাভ হলো।
দৈনিক দেশজনতা/এন এইচ