১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২১

প্রাথমিক শিক্ষকরাও জাতীয়করণের দাবিতে অনশন

নিজস্ব প্রতিবেদক:

বাদ পড়া প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের একদফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। জাতীয়করণ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

জাতীয়করণের তৃতীয় ধাপে বঞ্চিত হওয়ায় আন্দোলনে নেমেছেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আ স ম জাফর ইকবাল বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয়করণের ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। অথচ সব শর্ত পূরণ হলেও আজও আমাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়নি। বঞ্চিত করা হয়েছে প্রায় চার হাজার ১৫৯ বিদ্যালয়কে।

তিনি আরও বলেন, মরতে হয় মরবো, তবুও জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

সংগঠনের মহাসচিব কামাল হোসেন বলেন, শর্ত অনুযায়ী ২০০৯ সাল থেকে সমাপনী পরীক্ষায় অংশ নেয়া বিদ্যালয়কে জাতীয়করণের কথা থাকলেও তা হয়নি। তালিকাভুক্ত থাকার পরও নানা কৌশলে বাতিল করা হয়েছে। আমরা তা মেনে নেব না। জাতীয়করণ আদায়ে আমরা রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাস্তায় পড়ে থাকবেন। তবে আন্দোলনের কারণে বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে না বলেও জানান তিনি।

শিক্ষকরা দাবি করেন, টানা আটদিনের আন্দোলনে এ পর্যন্ত প্রায় ১৪২ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনেকে আশপাশের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারো আন্দোলনে যোগ দিয়েছেন। অনেকে আবার শরীরে স্যালাইন লাগিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এছাড়াও অসুস্থ হয়ে পড়ায় দু’জন শিক্ষক ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ব্যস্তময় সড়কে শুয়ে-বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ৬:০৬ অপরাহ্ণ