২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩৮

আগামীকাল সিবিএ নেতাদের সঙ্গে বসবে বিমান ম্যানেজমেন্ট

নিজস্ব প্রতিবেদক:

ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ী করার দাবিতে ৩১ জানুয়ারির পর থেকে কোনো ওভারটাইম না করার সিদ্ধান্ত নিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব শ্রেণির শ্রমিক-কর্মচারী। এ অবস্থায় বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমান শ্রমিকলীগ-সিবিএ নেতাদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে বিমান ম্যানেজমেন্ট।

সোমবার তাদের বৈঠকের জন্যে ডাকা হবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ।

বৈঠকে আপনারা কী সিদ্ধান্ত নেবেন বা দেবেন- এমন প্রশ্নের জবাবে এএম মোসাদ্দিক আহমেদ বলেন, বৈঠকের আগে এ বিষয়ে এর চেয়ে বেশি বলা ঠিক হবে না। তবে এই প্রক্রিয়ার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান বের হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জানা গেছে, গত ৪ জানুয়ারি ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আল্টিমেটাম দেয় বিমান শ্রমিক লীগ। ওইদিন বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে আয়োজিত সমাবেশে সিবিএ সভাপতি মশিকুর রহমান ৩১ জানুয়ারির মধ্যে চাকরি স্থায়ী না করলে আন্দোলনে যাওয়ার ডাক দেয়। ইতোমধ্যে ৩১ জানুয়ারির পর থেকে কোনো ওভারটাইম না করার সিদ্ধান্ত লেখা পোস্টারে ছেয়ে গেছে বিমানের প্রধান কার্যালয় বলাকা।

এ বিষয়ে বিমান শ্রমিকলীগের-সিবিএ সভাপতি মশিকুর রহমান বলেন, ‘৩১ জানুয়ারির মধ্যে ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে কর্তৃপক্ষ কোনো সমাধান না করলে ১ ফেব্রুয়ারি থেকে আমাদের বিমানের কোনো শ্রমিক-কর্মচারী ওভারটাইম ডিউটি করবেন না।

মশিকুর রহমান বলেন, ক্যাজুয়াল শ্রমিকরা তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সমান অধিকার পায় না। একজন তৈরি পোশাক শিল্পের শ্রমিক অনেক ধরনের ভাতা পান। কর্মস্থলে মৃত্যু হলেও বিমান কোনো সুবিধা দেয় না ক্যাজুয়াল শ্রমিকদের।

তিনি আরও বলেন, আমরা আইন অমান্য করে কোনো কর্মসূচি দেবো না। আমরা বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠা করবো নিয়মতান্ত্রিক আন্দোলন করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ৭:৪২ অপরাহ্ণ