১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৩

‘লাল লিপস্টিক’র ফুল ভার্সনে চমক

বিনোদন ডেস্ক:

‘নেতা থেকে অভিনেতা, আমার স্টাইলে সবাই ফিদা’- এমন কথার গানে মিমকে সাহসী বলা যায়। কি পোশাক, কি নাচ— সব দিক দিয়ে দুঃসাহসী। ‘আমি নেতা হব’ সিনেমার আইটেম নাম্বার ‘লাল লিপস্টিক’-এ এভাবে ধরা দিলেন মিম।

কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে শনিবার গানটি উন্মুক্ত করা হয়। প্রিয় চ্যাটার্জির কথায় গানটি সুর করেছেন আকাশ সেন। কণ্ঠ দিয়েছেন তৃষা চাটার্জি ও আকাশ। এর আগে গানটির দু’মিনিটের ভিডিও প্রকাশিত হয়েছিল।

দ্বিতীয়বারের মতো কোনো সিনেমার আইটেম গানে পারফর্ম করলেন মিম। এর আগে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’র আইটেম গানে তাকে দেখা গিয়েছিল। ‘আমি নেতা হব’ সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও মিম। আরো অভিনয় করেছেন- ওমর সানী, মৌসুমী প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। ইতোমধ্যে এটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ১৬ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১:০৯ অপরাহ্ণ