১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

আবার আসছে একদা প্রেমিক জুটি শহিদ কারিনা

বিনোদন ডেস্ক:

আবার একসঙ্গে কাজ করতে পারেন পরিচালক ইমতিয়াজ আলির সবচেয়ে পছন্দের জুটি শহিদ কাপুর এবং কারিনা কাপুর। কিছু দিন আগে শোনা গিয়েছিল যে, নিজের আগামী ছবির জন্য শহিদকেই বেছে নিয়েছেন পরিচালক। এবার ফাঁস হল আরও এক নতুন তথ্য। শুধু শহিদই নয়, কারিনাও থাকতে পারেন ছবিতে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবেলা পত্রিকা।

গত বছরের শেষের দিকে একটি অ্যাওয়ার্ড শোর পোস্ট ফটোশুটে কথা বলতেও শোনা গিয়েছিল দু’জনকে। তাহলে কি শেষমেশ বড় পর্দায় ফিরতে চলেছে শহিদ-কারিনার জুটি? বিচ্ছেদের পরে ‘উড়তা পাঞ্জাব’ (২০১৬) ছবিতেও কাজ করেছিলেন দু’জনে। তবে ছবিতে একসঙ্গে দেখা যায়নি দু’জনকে। এক্ষেত্রেও কি ঘটতে পারে একই ঘটনা?

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোয়ে এই প্রসঙ্গে প্রশ্ন ওঠায় অভিনেতা জানান যে, ছবিতে কারিনা অভিনয় করছেন কি না সেটা তার থেকে অভিনেত্রীকে জিজ্ঞাসা করাই ভাল। কারিনার সঙ্গে কাজ করার ব্যাপারে ঘাড় না নাড়লেও অস্বীকারও করেননি তিনি। দু’জনের দীর্ঘদিনের নীরবতার অবসান ঘটেছে সম্প্রতি। আবার একসঙ্গে বড় জায়গায় কাজ করার কথাও উঠছে। তবে কি শহিদ-কারিনা জুটির অনুগামীদের জন্য কোনও সুখবর আসছে? সময় বলবে সে কথা।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১১:৫৫ পূর্বাহ্ণ