নিজস্ব প্রতিবেদক:
বলিউডের বহু হিট গানের শিল্পী আশা ভোঁসলেকে এবছর যশ চোপড়া পুরস্কারে সম্মানিত করা হবে। শনিবার পুরস্কার প্রাপক হিসেবে প্রবীণ এই শিল্পীর নাম ঘোষণা করা হয়। আশার আগে বিগত বছরগুলোয় আরও চার জন এই পুরস্কার পেয়েছেন। এই তালিকায় আশা ভোঁসলের দিদি লতা মঙ্গেশকর ছাড়াও রয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং অভিনেত্রী রেখা।
‘এভারগ্রিন’ আশা ভোঁসলে সাত দশকেরও বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে গান গেয়ে যাচ্ছেন। ২০টি ভাষায় ১১ হাজার গান গাওয়ায় গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে তার নামও রয়েছে।
১৯৫৭ সালের মাঝামাঝি নবরঙ্গ, মাদার ইন্ডিয়া, দিল দেকে দেখো, পেয়িং গেস্টের মতো চলচ্চিত্রে একেরপর এক হিট গান গেয়ে বলিউডের শীর্ষস্থানটি দখল করে নেন আশা ভোঁসলে। কিন্তু, দিদি লতা মঙ্গেশকরের কারণে বেশি দিন শীর্ষস্থানটি ধরে রাখতে পারেননি। তবে ১৯৭০-এর দশকে আবারও দিদি লতাকে হাড্ডাহাড্ডি টক্কর দেন আশা।
জীবন্ত কিংবদন্তী সেই আশাই এবার মনোনিত হয়েছেন যশ চোপড়া পুরস্কারের জন্য। আশাকে পুরস্কার প্রাপক হিসেবে ঘোষণার দিনে বিচারকমন্ডলীর মধ্যে যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া ছাড়াও ছিলেন বনি কাপুর, পদ্মীনি কোলাপুরী, মধুর ভাণ্ডারকর, হানি ইরানি ও অলকা ইয়াগনিক প্রমুখ।
দৈনিক দেশজনতা /এমএইচ