১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত: ১

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে বেল্লাল হোসেন নামে প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত বেল্লাল মাগুরা জেলার শালিখা উপজেলার হরিষপুর গ্রামের নওশের আলীর ছেলে।

হাইওয়ে পুলিশের বাগেরহাটের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, মাদারীপুরের টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেল্লাল নামে প্রাইভেটকারের এক যাত্রী নিহত ও তিনজন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১১:১৯ পূর্বাহ্ণ