নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে বিশেষভাবে লুকানো বিপুল পরিমাণ সৌদি রিয়াল জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। পরে শনিবার রাতে সোবহান শেখ নামের ওই যাত্রীকে গ্রেফতার করা হয়। শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সোবহান শেখ তার জুতা ও শরীরের ভেতরে বিশেষভাবে মুদ্রাগুলো লুকিয়ে রেখেছিলেন। তার বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে।
তিনি জানান, সোবহান শেখ মালয়েশিয়া থেকে ফ্লাইটে রাতে ঢাকায় আসেন। পাসপোর্ট চেক করে দেখা যায়, তিনি চলতি মাসে অন্তত তিনবার মালয়েশিয়া গেছেন। আর গত বছর ৭ বার বিদেশ গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোবহান স্বর্ণ কেনার জন্য এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন বলে স্বীকার করেছেন। আগেও এভাবে স্বর্ণ এনে তাঁতীবাজারের জনৈক মিন্টু ঘোষ ও শাহজাহানের কাছে বিক্রি করেছিলেন তিনি।
মইনুল খান জানান, গোপন সংবাদে শুল্ক গোয়েন্দারা সোবহানের ওপর নজর রাখে। বিমানবন্দরে আসার পর লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। শুরুতে সোবহান সব অস্বীকার করেন। পরে রাত একটার দিকে জুতা ও শরীর তল্লাশি করে তার কাছ থেকে ৩ লাখ ২৭ হাজার রিয়াল (৭২ লাখ ৬২ হাজার ৬৭০ টাকা ) জব্দ করা হয়। সোবহানকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে বলেও জানান মইনুল খান।
দৈনিকদেশজনতা/ আই সি