৬ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৪০

বায়ু দূষণ বাড়াচ্ছে অনিয়মিত পিরিয়ড

স্বাস্থ্য ডেস্ক:

সারাবিশ্বেই ক্রমাগত বাড়ছে বায়ু দূষণ। এর ফলে নারীরা বেশি স্বাস্থ্যঝুঁকি পড়ছেন। বাড়ছে বন্ধ্যাত্ব, পলসিস্টিক ওভারি সিন্ড্রোম, এমনকি বয়ঃসন্ধিতে অনিয়মিত ঋতুচক্রের সমস্যাও দেখা দিচ্ছে। হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফলে এমনটাই জনা গেছে।

গবেষকরা জানান, প্রতিদিন প্রশ্বাসের সঙ্গে দূষিত বাতাস শরীরে প্রবেশ করার ফলে অনিয়মিত ঋতুচক্রের সমস্যায় ভুগছে ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোরীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি স্কুলের শ্রুতি মহালিঙ্গাইয়া জানান, এতদিন পর্যন্ত শ্বাসতন্ত্রের উপর বায়ু দূষণের প্রভাব নিয়েই চিন্তিত ছিলেন গবেষকরা। কিন্তু বায়ু দূষণ আমাদের জননতন্ত্রের উপরও অত্যন্ত খারাপ প্রভাব ফেলতে পারে।

অনেক স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতেও, দূষিত পদার্থ শরীরে যাওয়ার ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। ফলে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দেখা দেয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১১:১৫ পূর্বাহ্ণ