১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

বাংলাদেশকে ৭৯ রানে পরাজিত করে শিরোপা জিতে নিল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশকে ৭৯ রানে পরাজিত করে শিরোপা জিতে নিল শ্রীলঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আজ ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করলেন শ্রীলঙ্কার ২২ বছর বয়সী পেসার শিহান মাদুশানকা। ওয়ানডে ক্রিকেটে এটি ৪৪তম হ্যাটট্রিক।

বাংলাদেশ ইনিংসের শেষ তিনটি উইকেট শিকার করেন শিহান মাদুশানকা। ৪০তম ওভারের পঞ্চম বলে মাশরাফি বিন মুর্তজাকে ফেরান তিনি। কুসল মেন্ডিসের হাতে ক্যাচ হন মাশরাফি। আর ষষ্ঠ বলে বোল্ড হন রুবেল হোসেন।

এরপর ৪২তম ওভারে বোলিংয়ে এসে ওভারের প্রথম বলে উপুল থারাঙ্গার হাতে ক্যাচ বানিয়ে মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়ে দেন মাদুশানকা। যার ফলে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন তিনি।

বাংলাদেশের হয়ে এই ম্যাচে একাই লড়াই করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৬ রান করে শেষ ব্যাটসম্যান হিসাবে আউট হন তিনি। এদিন শ্রীলঙ্কার দেয়া ২২২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১.১ ওভারে ১৪২ রান সংগ্রহ করে অলআউট হয় বাংলাদেশ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৮:১৫ অপরাহ্ণ