১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

খালেদা জিয়াকে কারাগারে নেয়া হলে দেশে আগুন জ্বলবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বিএনপিকে সরকার ধমক দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা  রুহুল কবির রিজভী।

শনিবার দুপুরে কুড়িগ্রামে আউলিয়াপুর হাফিজিয়া মাদরাসা মাঠে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করার সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় রিজভী আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায় নিয়ে কথা বলেন। গত ২৫ জানুয়ারি রায়ের তারিখ ঘোষণার পর রিজভীই প্রথম বলেছিলেন খালেদা জিয়াকে কারাগারে নেয়া হলে দেশে আগুন জ্বলবে।

আর এর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন করবে সরকার। আর মন্ত্রীর এই বক্তব্যকেই ধমক হিসেবে দেখছেন রিজভী। প্রশ্ন তুলেছেন কেন এভাবে কথা বলা হচ্ছে।

বিএনপি নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়াকে হয়রানি করার জন্য জাল নথি ও ভুয়া তথ্য দিয়ে মামলা সাজানো হয়েছে। সরকার আইনি প্রক্রিয়ায় নয়, আওয়ামী প্রক্রিয়ায় মামলার রায় নেয়ার চেষ্টা করছে।’

‘ন্যায়বিচার’ হলে খালেদা জিয়া সব অভিযোগ থেকে মুক্তি পাবেন বলেও দাবি করেন রিজভী। বলেন, ‘কিন্তু মামলার রায়ে কোন গায়েবি নির্দেশ আসলে বিএনপি তা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।’

রায়ে খালেদা জিয়ার সাজা হলে কী হবে- এমন প্রশ্নে রিজভী বলেন, ‘এ বিষযে রায়ের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’
বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল, বেবী নাজমিন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম, কুড়িগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানাসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৮:২৫ অপরাহ্ণ