১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

বাংলাদেশের ভরসা এখন মাশরাফি-রিয়াদ

স্পোর্টস ডেস্ক:

এমনিতেই নয় উইকেট নিয়ে খেলতে হচ্ছে বাংলাদেশকে। তার মধ্যে দলীয় ১২৭ রানে পড়ে গেল ছয় উইকেট। এখান থেকে দলকে টেনে তুলবেন কে? এখন উইকেটে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ওভারে উইকেট হারিয়ে রান।

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায়। দুশমান্থ চামিরার বলে আকিলা ধনঞ্জয়ার হাতে ক্যাচ হন তামিম ইকবাল। তামিমের ব্যাট থেকে এসেছে তিন রান। দলীয় ১৭ রানে রান আউট হন মোহাম্মদ মিঠুন। ২৭ বল খেলে ১০ রান করেন তিনি। ইনিংসের দশম ওভারে দুশমান্থ চামিরার বলে আসেলা গুনারত্নের হাতে ক্যাচ হনসাব্বির রহমান।

দলীয় ২২ রানে তিন উইকেট হারানোর পর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল বাংলাদেশ। এই জুটিতে স্বপ্ন দেখছিল টাইগাররা। কিন্তু সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৮০ রানে আকিলা ধনঞ্জয়ার বলে উপুল থারাঙ্গার হাতে ক্যাচ হন মুশফিকুর রহিম। ৪০ বল খেলে তিনি করেন ২২ রান। এরপর দলীয় ৯০ রানে বোলার আকিলা ধনঞ্জয়ার হাতে ধরা পড়েন মেহেদী হাসান মিরাজ। ৩৭তম ওভারে রান আউট হন মোহাম্মদ সাইফউদ্দিন।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২২১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে, ট্রফি জিততে হলে টাইগারদের করতে হবে ২২২ রান।

শ্রীলঙ্কার পক্ষে আজ সর্বোচ্চ ৫৬ রান করেন উপুল থারাঙ্গা। এছাড়া দিনেশ চান্দিমাল করেন ৪৫ রান। নিরোশান ডিকওয়েলা করেন ৪২ রান। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ১০ ওভার বল করে ৪৬ রান দিয়ে চারটি উইকেট নেন। ১০ ওভার বল করে ২৯ রান দিয়ে দুইটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। এছাড়া মাশরাফি বিন মুর্তজা ১টি, মোহাম্মদ সাইফউদ্দিন ১টি ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৭:৪৩ অপরাহ্ণ