২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৯

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইবি

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

জানা যায়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায় ও সহকারী অধ্যাপক তিয়াশা চাকমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় তোমাদের পদচারণায় আজ প্রাণোচ্ছল এবং প্রাণবন্ত হয়ে উঠেছে। তোমরা যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছো তা অবশ্যই পূরণ হবে। আর তোমাদের সেই স্বপ্ন পূরণের স্বাক্ষী ও পাথেয়  হবে এই বিশ্ববিদ্যালয়। তোমাদের জন্য আমাদের শুভকামনা। তোমরা তোমাদের অর্জিত জ্ঞান দেশের ও দশের কল্যানে ব্যয় করবে এটাই প্রত্যাশা।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে তোমরা স্বাধীন। তোমরা নিজেরাই নিজেদের অভিভাবক। এই স্বাধীনতার হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। তোমরা মান সম্মত শিক্ষা গ্রহণের মাধ্যেমে মান সম্মত গ্রাজুয়েট তৈরি হবে। উজ্জল তারকার মত জ্ঞানের আলো ছড়াবে। তোমাদের জ্ঞানের আলো দিয়ে দেশে ও বিদেশে বিশ্ববিদ্যালয়ের সম্মানকে বৃদ্ধি করবে। তোমাদের মাধ্যেমে আলোকিত হব আমরা।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বলেন, ‘তোমাদের কোনো আচরণে বিশ্ববিদ্যাল যেন কোন আঘাত না পায়। তোমাদের শিক্ষিত হিসেবে গড়ে তোলার পাশাপাশি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। নীতি, নৈতিকতা ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ পৃথিবীর যে কোন বাধা জয় করতে সক্ষম।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৭:১৬ অপরাহ্ণ