২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:১৮

ভোলায় নর্থ-১ এ পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

ভোলা প্রতিনিধি :

ভোলার নর্থ-১ গ্যাস ক্ষেত্র থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। শনিবার দুপুর সোয়া ১টার দিকে বাপেক্স এ উত্তোলন কাজ শুরু করে। বাপেক্স প্রকল্প পরিচালক বজলুল রহমান জানান, মাটির ৩ হাজার ৩শ’ ৪৮ ফুট নিচে গ্যাসের সন্ধান মিলেছে। সেখান থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়। এ কূপে ৬শ’ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। এর আগে ৯ ডিসেম্বর ভোলা সদরের ভেদুরিয়া এলাকায় নর্থ-১ কূপে খনন কাজ শুরু করা হয়। চলতি মাসের ১৫ জানুয়ারি গ্যাসের সন্ধান পায় বাপেক্স। ভোলার শাহবাজপুরে গ্যাস আবিষ্কারের পর ৪টি কূপ খনন করা হয়। সেখানকার ২টি কূপ থেকে প্রতিদিন ৪০/৪২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন চলছে। এছাড়া শাহবাজপুর ইস্ট-১ নামের অপর একটি কূপ থেকেও ডিসেম্বরে গ্যাসের সন্ধান মেলে। বাপেক্স জানায়, শাহবাজপুর, শাহবাজপুর ইস্ট-১ ও নর্থ-১ মিলিয়ে ভোলায় মোট গ্যাসের মজুদ রয়েছে ১ হাজার ৫০০ বিলিয়ন ঘনফুট।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৭:১২ অপরাহ্ণ