২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৩

ভোলায় বিসিএস উত্তীর্ণদের পুলিশ সুপারের সংবর্ধনা

ভোলা প্রতিনিধি  :

৩৬তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ভোলা জেলার সন্তানদের সংবর্ধনা দিয়েছে ভোলা জেলা পুলিশ সুপার। শনিবার সকাল ১১ টায় পুলিশ সুপারের সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
ভোলা জেলা পুলিশ সুপার মোক্তার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, মীর মোঃ সাফিন মাহমুদ। সংবর্ধনা অনুষ্ঠানে ভোলা জেলার ১৯জন বিসিএস ক্যাডারের সুপারিশ প্রাপ্তদের উপস্থিত ১৫ জনকে ফুল দিয়ে বরণ করেন ভোলার পুলিশ সুপার মোক্তার হোসেন।
বিসিএস ক্যাডারদের পক্ষে বক্তব্য রাখেন, কামরুন নাহার, জামাল উদ্দিন, সালাউদ্দিন সিফাত। এ সময় বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাবের আহবায়ক এম. এ তাহের, সাবেক সভাপতি এম. হাবিবুর রহমান, ফাতেমা খানম কলেজের সাবেক অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলম মিঠু, দৈনিক দক্ষিণ প্রান্ত সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টিভি ভোলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু প্রমুখ। এ সময় বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্তরা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভোলার পুলিশ সুপার মোক্তার হোসেনকে। মোক্তার হোসেন তার বক্তব্যে বলেন, ভোলা জেলা একটি মাদক ও সন্ত্রাস মুক্ত জেলা হবে। এই জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৭:০৯ অপরাহ্ণ