১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৯

সরকারই খালেদা জিয়ার রায় নিয়ে বেশি ভয়ে আছে : দুদু

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে বিএনপির চেয়ে সরকার বেশি ভয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, রায় যা-ই হোক আগামী দিনে সরকারের পতনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার দিন শুরু হবে।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জীবনের নিরাপত্তা ও আইনের শাসন’ শিরোনামের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন আলোচনা সভাটি আয়োজন করে।

গত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণার দিন নির্ধারণ করেছে আদালত। বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে এই মামলার বিচার চলছে।

গত বৃহস্পতিবার তারিখ ঘোষণার দিন সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, এই মামলার রায় আগেই লেখা রয়েছে। বিচারের নামে সরকারের প্রহসনের দরকার ছিল না।

ওই মামলায় আত্মপক্ষ সমর্থনে দেয়া বক্তব্যে খালেদা জিয়া স্বয়ং সাজার আশঙ্কা করেন। বলেছেন, সরকার তার বিরুদ্ধে একটি রায় দিয়ে তাকে রাজনীতি থেকে সরাতে চায়।

আজকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ার করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আট তারিখ আসবে আবার চলেও যাবে। ক্ষমতায় অনেকেই থাকতে চায়, কিন্তু কেউ স্থায়ী হয় না। আগামী দিন হচ্ছে বেগম জিয়ার দিন। গুম, খুনের অপরাধসহ আমাদের সুশীল সমাজকে যেভাবে কটাক্ষ করছেন তার বিচার হবে।’

এদিকে সরকারও ৮ তারিখ ঘিরে কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামার। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা হলে নিরাপত্তা বাহিনী কঠোরভাবে দমন করবে।’

মামলার রায়ের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর এই হুঁশিয়ারির সমালোচনা করে বিএনপির নেতা দুদু স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি ৮ তারিখের বিষয়ে যে মন্তব্য করেছেন সেটি আদালত অবমাননার শামিল। আর যদি আপনি এটা জেনে থাকেন রায় কী হবে, তাহলে জাতির সামনে তা প্রকাশ করুন। আপনি শক্ত হাতে দমন করবেন বলে যে ইঙ্গিত দিয়েছেন, আপনি কি একাত্তর সাল দেখেন নাই? গণতান্ত্রিক এরশাদবিরোধী আন্দোলন দেখেন নাই?’

বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের চেয়ে সরকার বেশি ভয়ে আছে বলে মন্তব্য করেন দুদু। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ওবায়দুল কাদের সাহেবসহ অন্যান্য মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা যে ভাষায় কথা বলছেন আমার মনে হচ্ছে ৮ তারিখ পার হয় কি না। ওই তারিখ পর্যন্ত আপনারা পৌঁছাতে পারেন কি না। ৮ তারিখ পার হোক বা না হোক, ক্ষমতায় যে আপনারা পৌঁছাতে পারছেন না, সেটা স্পষ্ট।’

স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে নতুন করে নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান দুদু। তিনি বলেন, ‘আমার মনে হয় আপনার পদ থেকে সরে দাঁড়ানোর সময় হয়েছে। আপনি যত তাড়াতাড়ি পদ থেকে সরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন, তা জাতির জন্য দলের জন্য সবার জন্য ভালো হবে।’

দুদু শেয়ারবাজারসহ বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হওয়ার বর্ণনা দিয়ে বলেন, ‘কিন্তু সরকার সেসবের বিচার না করে বেগম জিয়াকে অপমান-অপদস্থ করে কোর্টের বারান্দায় আনার চেষ্টায় ব্যস্ত।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৫:৫৫ অপরাহ্ণ