১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

খুলনায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

স্পোর্টস ডেস্ক:

উৎসবমুখর পরিবেশে খুলনা বিভাগের ২ হাজার ৬৯৫ প্রতিষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে খুলনা জেলার ৫০১টি প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ শেষ হয় দুপুর ২টায়। এখন ভোট গণনা চলছে।

খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর টিএম জাকির হোসেন বলেন, নির্বাচনের ফলাফল পেতে ৩/৪ ঘণ্টা সময় লাগবে।

এদিকে ২৯ জানুয়ারি দাখিল মাদরাসাগুলোতে অনুরূপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৫:৩৮ অপরাহ্ণ