২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৯

কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ৪০ জন

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এতে অন্তত ১৪০ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ হতাহতের এ তথ্য জানিয়েছেন। খবর: বিবিসি, রয়টার্স ও আলজাজিরা।

শনিবার দুপুর ১২টা ৫০ মিনটের দিকে কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো ভবনের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এখানে ইউরোপিয়ান ইউনিয়নের অফিসও রয়েছে।

জঙ্গিগোষ্ঠী তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। সপ্তাহখানিক আগে কাবুলের একটি হোটেলে তালেবানদের হামলায় অন্তত ২২ জন নিহত হন। হামলার পরপরই গোটা শহরে ব্যাপকভাবে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি ভিত্তিতে সিটি সেন্টারের গাড়িগুলো সরিয়ে নেয়া হয়। আহমেদ নাহিদ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ব্যক্তিগত কাজের জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই ছিলাম। শব্দের পর এগিয়ে গিয়ে কূটনীতিক এরিয়ায় চেকপোস্টের মাঝামাঝি এলাকায় ব্যাপক বিস্ফোরণ দেখতে পাই।’

তিনি বলেন, ‘সেখানে অনেক দেহ পড়ে আছে। সর্বত্র রক্তের দাগ। মানুষ কান্নাকাটি ও ছুটাঝুচি করছেন।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৫:৩০ অপরাহ্ণ