২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১২

হায়দারাবাদ রশিদ খানকে ধরে রাখল ৯ কোটি রুপিতে

স্পোর্টস ডেস্ক:

আফগানিস্তানের তরুণ লেগস্পিনার রশিদ খানকে নিতে নিজেদের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছিল ফ্রাঞ্চাইজিগুলো। ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে দাম উঠত উঠতে ৯ কোটিতে গিয়ে ঠেকেছিল। অবশেষে ‘রাইট টু ম্যাচ’ (আরটিএম) কার্ড ব্যবহার করে ১৯ বছর বয়সী এ বোলারকে ধরে রাখল সানরাইজার্স হায়দারাবাদ। আগের মৌসুমের খেলোয়াড়কে অন্যকোন ফ্রাঞ্চাইজি কিনে নিলে, পূর্বের ফ্রাঞ্চাইজি একই দামে ওই খেলোয়াড়কে কিনে নিতে পারবে। আইপিএল-এর নিয়ম অনুসারে এটাই ‘রাইট টু ম্যাচ’ কার্ড।

শুরুতেই রশিদের জন্য ৩ কোটি রুপি হাকে রাজস্থান রয়্যালস। এক পর্যায়ে দাম উঠতে উঠতে ৬ কোটি রুপিতে গিয়ে ঠেকে। এর মধ্যে দিল্লি ডেয়ারডেভিলস ৭ কোটি রুপি দাম হাঁকে। পরবর্তীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দাম হাঁকে ৮ কোটি রুপি। সেই দাম গিয়ে ঠেকে ৯ কোটি রুপিতে। সর্বশেষ নিজেদের খেলোয়াড়কে ধরে রাখতে আরটিএম কার্ড ব্যবহার করে ওই দামে রশিদকে কিনে নেয় হায়দারাবাদ। আইপিএল-এর গত মৌসুমে রশিদকে ৪ কোটির রুপিতে কিনে নিয়েছিল হায়দারাবাদ। সেবার তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি। ওই মৌসুমে ১৪ ম্যাচে ৬.৬২ ইকোনোমিতে উইকেট নিয়েছেন ১৭টি।২০১৫ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রশিদ। এ বছর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি লিগ বিগব্যাশ মাতিয়েছেন রশিদ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ উইকেট শিকারি রশিদ। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। ২০১৭ সালের আইসিসির সহযোগী দেশের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তরুণ এই লেগি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৫:১৯ অপরাহ্ণ